রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির চিঠি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী বলেন ,কেন্দ্র প্রতিহিংসা পরায়ন রাজনীতি করে চলেছে। ২০২১ বিধানসভা নির্বাচনে হারের ফলে এই ধরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।প্রসঙ্গত উল্লেখ্য আজ কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বদলির চিঠি পাঠানো হয়, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ওই চিঠির মাধ্যমে জানানো হয়, আগামী দিনে পশ্চিমবঙ্গ নয় দিল্লির হয়ে কাজ করতে হবে তাঁকে।
মিটেছে বিধানসভা ভোট , কিন্তু মিটছে না ভোটের প্রতিহিংসা। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন প্রান্তে বিভিন্ন দলীয় কর্মীদের বিরুদ্ধে অত্যাচারের খবর উঠে আসছে। আর এই প্রতিহিংসার চরম সীমায় পৌঁছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির চিঠি দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফে। এবার এই বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,গতকালের কলাইকুন্ডায় ঘটনাতেই কেন্দ্রের ক্ষোভের মুখে পরেছে মুখ্য সচিব। প্রসঙ্গত উল্লেখ্য, কাল কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। যদিও বেশ কিছুটা সময় বের করে রাজ্যের ক্ষয়ক্ষতির পর্যাপ্ত তথ্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে কলাইকুন্ডা পৌঁছেছিলেন দুজনেই পরে তাঁর অনুমতি নিয়েই দীঘার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। আর তারপরই রাত পোহাতে না পোহাতে নবান্নে মুখ্যসচিবের বদলির চিঠি এসে পৌঁছায় ।
এইপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মুখ্যসচিবের বিরুদ্ধে প্রতিহিংসা কেন? আমাকে অপছন্দ করতে পারেন। আমার অফিসারদের অপমান করছেন কেন? বাংলা ও বাঙালিদের প্রতি এমন মনোভাব কেন? আলাপনের কী দোষ? উনি তো আমার সঙ্গে গিয়েছিলেন৷’’