জুনিয়র ডাক্তারদের শর্তে রাজি রাজ্যসরকার, চিকিৎসকদের ইমেলের জবাব দিলেন মুখ্যসচিব। দুই তরফের ভিডিয়োগ্রাফির শর্ত না মেনে কার্যবিবরণীতে সায় রাজ্য সরকারের। দু পক্ষের কার্যবিবরণীর শর্ত মেনে নেওয়া হয়েছে রাজ্যের তরফে।
বিগত ৩৪ দিন ধরে চলছে, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। পাশে দাঁড়িয়েছেন রাজ্যের সাধারণ মানুষ সহ সমস্ত বুদ্ধিজীবী থেকে বিভিন্ন মহল। রাজপথে প্রায় প্রতিদিনই চলছে রাত দখলের লড়াই। এই আন্দোলনে রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশেও বিচারের দাবিতে স্লোগান উঠেছে।
এর আগে পর পর নবান্ন ও কালীঘাটে রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারি জুনিয়র চিকিৎসকদের বৈঠক ভেস্তে যায়। কারণ ভিডিয়োগ্রাফি বা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে সরব ছিলেন আন্দোলনকারিরা। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সব মেনে নেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তাই লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। তবে রাজ্যের তরফ থেকে যে ভিডিও করা হবে, তা পরে মামলা মিটলে তাদের দিয়ে দেওয়া হবে। কিন্তু এই শর্তে বেঁকে বসেন আন্দোলনকারিরা তাঁরা বলেন স্বচ্ছতার জন্য এখনই তাদের সেই ভিডিয়ো লাগবে। দীর্ঘ কথোপকথন, মুখ্যমন্ত্রীর বার বার আবেদনের পরেও বৈঠক ভেস্তে যায়।