দুর্যোগ মোকাবিলায় একাধিক পদক্ষেপ মমতার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

দুর্যোগ মোকাবিলায় এবার ২৪ সদস্যের টিম বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতিই সহায়” প্রকল্পের কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। এবার সেই প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি তৈরি করলেন কমিটিও।
নবান্ন সভাঘর থেকে সাংবাদিক সম্মেলনে এদিন একথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ জনের এই কনিটির নেতৃত্বে রয়েছেন কল্যান রুদ্র। বাকিরা কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদস্য। সোমবার বৈঠকে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন “প্রাকৃতির দুর্যোগ মোকবিলায় দিঘা, সুন্দরবনের জন্য মাস্টারপ্ল্যানের আবেদন জানানো হয়েছে কেন্দ্রের কাছে। ১১ ও ২৬ তারিখ বান আসছে। ২৬ তারিখের বানে যশের চেয়ে বেশি ক্ষতি হতে পারে। তাই আমাদের কিছু পদক্ষেপ করতে হবে। নিচু এলাকায় থাকা টিউবওয়েল খারাপ হয়েছে।

পিএইচইকে দেখতে হবে উঁচু জায়গায় টিউবওয়েল বসানো যায় কিনা।” তিনি আরও বলেন “ইটভাঁটাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।১০০ দিনের কাজ বাড়াতে হবে। যশ পরবর্তী পরিস্থিতিকে সামাল দিতে ১০০ দিনের কর্মীদের কাজ করতে হবে।” এব্যাপারে সবকিছু দেখে নিতে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে নির্দেশ দেন তিনি। যশ পরিস্থিতি মোকাবিলার ৫০ শতাংশ কাজ সম্পূর্ণ হবে ১০ জুন।মৌসুনি ও সাগর দ্বীপের কিছুটা অংশের কাজ শেষ হতে সময় লাগবে ৩১ জুলাই পর্যন্ত। সেই কারণেই ১১তারিখের বানের কথা মাথায় রেখে মৌসুনি ও সাগর দ্বীপের ২০ হাজার মানুষকে ১১তারিখের আগে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ভেটিবার ঘাস রোপণের পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'সৎ' ইঞ্জিনিয়ারদের দিয়ে গঙ্গা সংস্কারের প্রস্তাব মমতার । এম ভারত নিউজ

নবান্নে আসা যাওয়ার পথে ভাঁটায় আদিগঙ্গার কালো জল দেখে খারাপ লাগে মমতার। তাই এবার গঙ্গা এবং খালগুলি সংস্কারের প্রস্তাব দিলেন তিনি। বিশেষজ্ঞ কমিটি তৈরি করে কীভাবে অতি দ্রুত গঙ্গা এবং খাল গুলি সংস্কার করা যায় সেব্যাপারে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জোর দিয়েছেন “সৎ” ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করানোতেও। মুখ্যমন্ত্রীর দাবী […]

Subscribe US Now

error: Content Protected