সম্প্রতি শেষ হয়েছে লোকসভা নির্বাচন। বিপুল জনাদেশে পশ্চিমবঙ্গের ২৯টি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। জোড়াফুল শিবিরের নব নির্বাচিত সাংসদদের নিয়ে এবার সভা করতে চলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, আগামী শনিবার বিকেল ৪টেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাসভবনে সকল সাংসদদের নিয়ে সভা করতে চলেছেন মমতা।
আগামী শনিবার কালীঘাটে বিকেল ৩টে নাগাদ মিটিং ডেকেছেন তিনি। দলের সমস্ত নব নির্বাচিত সাংসদদের সঙ্গে আগামী দিনের পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন তিনি। বৈঠকে থাকবেন ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ তথা দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিকে আজই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। এবং সেখানে তিনি বৈঠকে যোগ দেবেন। আজকের বৈঠকে সরকার গঠনের তৎপরতা হলে কী হবে, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তৃণমূল দাবি করছে, তৃণমূলের নব নির্বাচিত সাংসদের মধ্যে ৩৮ শতাংশ হলেন মহিলা।