
বোলপুর থেকে কপ্টারে করে মালদার গাজোলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজোলে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে ফের নিশানা করেন মমতা। এদিন ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘প্রকল্পের টাকা দেয় না অথচ কেন্দ্রীয় টিম পাঠায় রাজ্যে’। পাশাপাশি প্রশ্ন তুলে মমতা বলেন, ‘উন্নাও, উত্তরপ্রদেশে কটা কেন্দ্রীয় টিম যায়?কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে অশ্বডিম্ব করছে ওরা। রাজ্যের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র, আমাদের টাকা আমাদের দেয় না। কেন্দ্র জনকল্যাণমূলক প্রকল্পের কাজ করছে না, ওটা একটা হিংসুটে সরকার’।
এদিন নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পুরুলিয়ার টাকা কেউ একজন পকেটে তুলে নিয়েছিল।আমরা যদি চোর হই, তোমরা ডাকাত। কিছু ডাকাত, গদ্দার দল থেকে বিদায় নিয়েছে, তাতে আমি খুশি। পুরুলিয়ার মানুষকে বঞ্চিত করা হয়েছিল’। এরপরই বলে ওঠেন ‘কেন্দ্রের একগুচ্ছ কেলেঙ্কারি রয়েছে, বলতে গেলে সব ভাষা স্তব্ধ হয়ে যাবে। যাঁরা মিথ্যা কথা বলছেন তাঁরা এসে দেখে যান। উন্নয়নের জন্য বাংলাকে একদিন সেলাম জানাতে হবে’।
মালদার গাজোলে বুধবার বাস দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের একজনকে চাকরি ও দু’লাখ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা সভামঞ্চ থেকে করেন মুখ্যমন্ত্রী। মতুয়াদের পাশে থাকার বার্তা নিয়ে এদিন আরও একবার এনআরসি, সিএএ প্রসঙ্গ তুলে এনেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মতুয়াদের জন্য আমরা সবটা করেছি। বিজেপি নির্বাচন এলে একটু ভাত খেয়ে বলবে আমরা মতুয়াদের বন্ধু। এনআরসির নামে সকলকে জেলে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, ভুল বোঝানো হয়েছে। মতয়ুা মা বীনাপাণি দেবী বেঁচে থাকার সময় তাঁর চিকিৎসার সব ব্যবস্থাও আমি করেছিলাম। তখন কেউ তাকিয়ে দেখেনি।’