
দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় আজ পশ্চিমবঙ্গ সহ ৯ টি রাজ্যের ৫৪ জন জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। আজকের নরেন্দ্র মোদীর এই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে থাকছেন মহারাষ্ট্র, কেরালা, হরিয়ানা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওডিশা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ব্যর্থতা নিয়ে বার-বার সরব হয়েছে তৃনমুল কংগ্রেস। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেও সেই সমস্ত চিঠির কোনোরকম উত্তর আসেনি বলেই অভিযোগ তৃনমূলের। এহেন পরিস্থিতিতে গত ১৩ই মে করোনা আক্রান্ত রাজ্যগুলির জেলাশাসকদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রীর দপ্তর। মুখ্যমন্ত্রীদের এড়িয়ে জেলাশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের তীব্র বিরোধিতা করে তৃনমুল। যার পরই মুখ্যমন্ত্রীদেরকেও আমন্ত্রণ জানানো হয় এই বৈঠকে। আজকের এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য সচিবেরা। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের ব্যাপারে ভ্যাকসিন, অক্সিজেন প্লান্ট এবং পর্যাপ্ত ওষুধের যোগান এই সমস্ত আবেদনই করা হতে পারে প্রধানমন্ত্রীর কাছে, এমনটাই জানা যাচ্ছে নবান্ন সূত্রে।