দ্বিতীয় দিনের বঙ্গ সফরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, অনুপম হাজরা–সহ একাধিক বিজেপি নেতত্বকে নিয়ে মন্দিরে যান তিনি। সেখানে মন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন যুব মোর্চার মহিলা বাহিনী। শাহকে অভ্যর্থনা জানাতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর।এদিন বাঙালি বেশে অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন অগ্নিমিত্রা পাল–সহ বিজেপি মহিলা মোর্চার সদস্যরা।

পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, ‘বাংলা ভক্তি আন্দোলনের পীঠস্থান’। মহান মণীষীদের জন্ম এই পূন্যভূমিতে। বাংলা সেই হারানো গৌরব ফিরে পান সেই প্রার্থনাই তিনি ভবতারিণীর কাছে জানিয়েছেন। সেইসঙ্গে তিনি বলেন, তোষণের রাজনীতি করছে মমতা। এদিন সকালে নিউটাউনের হোটেল থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যান অমিত শাহ।