প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে আজ বিকেলে অনুষ্ঠিত হতে চলেছে নিতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক । যেখানে উপস্থিত থাকবেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেননা এই গভর্নিং কাউন্সিলের বৈঠকে। গভর্নিং কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ লেফটেন্যান্ট গভর্নররা।
গত মাসে শেষ বারের মত একই মঞ্চে দেখতে পাওয়া গিয়েছিল মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে। ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিনকে কেন্দ্র করে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হওয়া সরকারি অনুষ্ঠানে শেষবারের মতো দেখতে পাওয়া গিয়েছিল নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকের এই গভর্নিং কাউন্সিলের বৈঠকে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করতে চলেছে লাদাখ।

কিছুদিন আগেই নেতাজি জন্মজয়ন্তীকে কেন্দ্র করে ভিক্টোরিয়া হলে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে রাজনৈতিক ভাবমূর্তির প্রতিচ্ছবি দেখা গিয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম ধ্বনিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল ধ্বনিত হয় । তবে এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের ব্যবহার খুবই অপমানজনক । পাশাপাশি সেদিন কোনও বক্তব্য না রেখেই মঞ্চ ত্যাগ করেন তিনি । সম্ভবত সেই ঘটনার রেশেই আজ উপস্থিত থাকছেন না তিনি। পাশাপাশি সামনে বঙ্গ ভোট একাধিক কর্মসূচিতে তিনি ব্যস্ত বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফ থেকে।