জয় শ্রী রাম ধ্বনিতে ভয় পেয়েছেন মমতা : শুভেন্দু । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 55 Second

দ্বিতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা নন্দীগ্রামে। ফের জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ঘিরে। এই সমস্ত ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। “মমতা কেন বাইরে থেকে লোক নিয়ে এসেছে এলাকায়?” এমন অভিযোগও ওঠে স্থানীয় বাসিন্দার কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপির কর্মী-সমর্থকেরা। এই ঘটনায় অমিত শাহকে নিশানা করেছেন মমতা। তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান “নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। ৬৩টি অভিযোগ পড়েছে। কোনও ব্যবস্থা নেয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এমনটা করা হচ্ছে। আমরা আদালতে যাব। আইনি ব্যবস্থা নেব।” নন্দীগ্রামের ঘটনার পর সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেন মমতা। 

জানা গেছে, নন্দীগ্রামের বয়ালের ভক্ত প্রাথমিক বিদ্যালয়ের ৭নং বুথ থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া হয়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈর হয় এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে RAF, পুলিশ। ইট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গোটা এলাকা ।তৃণমূলের তরফে অভিযোগ বুথে গিয়ে ভোট দিতে পারেননি তাঁরা। বিজেপি এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলেও অভিযোগ জানিয়েছে তৃণমূল।

অন্যদিকে আবার, মমতা বন্দ্যোপাধ্যায় কেন দীর্ঘক্ষন বুথের মধ্যে থাকবেন তা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। এই প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, “ভোট শুরু হয়েছে সকালে, আর তিনি বেরিয়েছেন দুপুরের পর। জয় শ্রীরামকে ভয় পেয়েছেন।” এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যা সমস্যা হয়েছে সেটা কেন্দ্রীয় বাহিনী দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন বলে উত্তেজনা ছড়াচ্ছেন।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দ্বিতীয় দফার ভোটে ক্ষুব্ধ তৃণমূল, অভিযোগ জমা কমিশনের কাছে । এম ভারত নিউজ

আজ সকাল থেকেই রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আর এই দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে টানটান উত্তেজনা রাজ্যে। দ্বিতীয় দফা ভোটের কেন্দ্রগুলির মধ্যে এপিসেন্টার হলো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম । সকাল থেকে ছোট-বড় বিক্ষিপ্ত দুর্ঘটনার খবর সামনে আসে । নন্দীগ্রামে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, […]

You May Like

Subscribe US Now

error: Content Protected