নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রামে দীর্ঘক্ষণ ঘর বন্দি থাকার পর দুপুর ১টা নাগাদ পথে নামলেন তৃণমূল সুপ্রিমো । হুইলচেয়ারে বসেই বয়াল ১নম্বর পঞ্চায়েতের ৭ নম্বর বুথে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে গ্রামের মানুষজনের সাথে কথা বলেন, তাঁরা জানান যে কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে বাঁধা দিচ্ছে ।

স্থানীয় বাসিন্দারা মমতাকে সামনে পেয়ে তাঁদের সমস্যার কথা জানান। তৃণমূল এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছেনা, আর তা নিয়েই সংঘর্ষ বেঁধে যায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে । এমনকি বিজেপি অবাধে ছাপ্পা ভোট দিচ্ছে এমনটাও অভিযোগ করেন তৃণমূলের সমর্থকরা । মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুনরায় নির্বাচনের দাবি করেন ।
কলকাতা পুরসভা ভোট হোক বা লোকসভা নির্বাচন সব ক্ষেত্রেই নেত্রীকে ঘরবন্দী থেকে তদারকি করতে দেখা গিয়েছে । কিন্তু এবারের নির্বাচনে পাখির চোখ নন্দীগ্রামে ঘরবন্দী থাকলেও বিক্ষিপ্ত অশান্তির সমাধান করতেই হুইলচেয়ারে বসেই তাঁকে বুথে বুথে নজরদারি চালাতে দেখা গেছে ।