
আজ আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষেই রাস্তায় নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতি বছরই আজকের এই দিনে তাঁর কিছু বিশেষ কর্মসূচী থাকে । তবে এবারের কর্মসূচী অনেকটাই ভোট বাক্সের দিকে তাকিয়ে করা হচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল । মিছিল শুরু হওয়ার কথা কলেজ স্ট্রিট থেকে এবং মিছিল শেষ হবে ধর্মতলায় । ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে । তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যানারে তিনি এই মিছিলে অংশ নিয়েছেন তিনি । মিছিলে উপস্থিত রয়েছেন বেশ কয়েকজন সদ্য তৃণমূলে যোগ দেওয়া তারকারা । উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল বিরোধী দলের নেতারা যেভাবে বার বার এ-দেশের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তার উত্তরেই মমতার এই কর্মসূচি । এই মিছিলের মধ্যে দিয়ে রাস্তায় নেমে রাজ্যের মহিলা সুরক্ষা নিয়ে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী এমনটাই মনে করছে রাজনৈতিক মহল । পাশাপাশি এই মিছিলে ক্রমাগত স্লোগান চলছে ‘জয় বাংলা’ । গতকালও উত্তরবঙ্গে রান্নার গ্যাস এবং নারী সুরক্ষার প্রসঙ্গ তুলে মিছিলে নেমেছিলেন মমতা ।