গত দু’মাস ধরে চলার পর বুধবার কাকদ্বীপে শেষ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। শুক্রবার সমাপ্তি সভায় বক্তব্য রাখছিলেন মমতা। বাংলায় সন্ত্রাস প্রসঙ্গ বলতে গিয়ে কংগ্রেসকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সিপিএমের সঙ্গে সখ্যতা বজায় রাখলে সংসদে বিজেপির বিরুদ্ধে লড়াই সাহায্য মিলবে, কিন্তু রাজ্যে কংগ্রেসকে কোনও সাহায্য হবে না। কাকদ্বীপের জনসভা থেকে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এ মাসে ২৩ তারিখ পাটনায় বিরোধী দলগুলির বৈঠক রয়েছে। বৈঠকে মুখোমুখি হতে পারেন মমতা-রাহুল। সেই বৈঠকের আগে মমতার এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেন মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

রাজ্যে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস প্রসঙ্গ বলতে গিয়ে মমতা বলেন,’যারা বলছেন যে আজ বাংলায় শান্তি নেই, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, সিপিআইএম শাসনকালে কেমন ছিল?’ এই প্রসঙ্গে তিনি কংগ্রেসের প্রসঙ্গ তুলে বলেন,’বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসের সরকার ছিল সেখানে কী হয়? তারা সংসদে আমাদের সমর্থন চায়। আমরা বিজেপির বিরোধিতায় তাদের সমর্থন করতে প্রস্তুত। তবে সিপিআইএম-এর সঙ্গে হাত মিলিয়ে বাংলায় সমর্থন চাইতে আমাদের কাছে আসবে তা হবে না।’
অশান্তি নিয়ে বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়ে মমতা বলেন,’কোন রাজ্যে এত শান্তিতে কেউ মনোনয়ন জমা দিতে পেরেছে? বাংলার মানুষ শান্তিতে। মনোনয়ন জমা দিতে গিয়ে আমাদের দলের লোক খুন হয়েছেন। ভাঙড়ের ঘটনা।’ এ মাসে ২৩ তারিখ পাটনায় বিরোধী দলগুলির বৈঠক রয়েছে। এ মাসে ২৩ তারিখ পাটনায় বিরোধী দলগুলির বৈঠক রয়েছে। এ মাসে ২৩ তারিখ পাটনায় বিরোধী দলগুলির বৈঠক রয়েছে।

এদিন সরাসরি বিজেপিকে পরিবারতন্ত্র নিয়ে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি–সহ তৃণমূল পরিবারের অনেককে নিয়ে কুৎসা, অপপ্রচার এবং চরিত্রহনন করা হয়। অভিষেক আজ রাজনীতিতে আসেনি। ও রাজনীতি করে দুবছর বয়স থেকে। ১৯৯০ সাল থেকে রাজনীতি করছে অভিষেক। সিপিএম যখন আমাকে মেরেছিল তখন আমি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে বাড়ি ফেরার পর অভিষেক সব ঘটনা শুনেছিল আমার মায়ের কোলে বসে। অভিষেক তখন থেকে বলত ঝান্ডা নিয়ে এসে সিপিএম দিদিকে মারলে কেন তুমি জবাব দাও।” এরপর পারিবারিক সেই ছবি আজ অভিষেকের হাতে উপহার হিসাবে তুলে দেন তৃণমূল সুপ্রিমো।