মমতা নেতা হতে চাইছেন, দাবি দিলীপের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 20 Second

আজই দিল্লির জন্য রওনা হলেন বিজেপির কেন্দ্রীয় সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দিল্লী গমন প্রসঙ্গে বলেন, “পার্লামেন্টে অধিবেশন শুরু হচ্ছে। সবথেকে বড় বিষয় কৃষি বিল প্রত্যাহার করা। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ আর্থিক কিছু বিল আছে সেগুলো পাস হবে আমাদের সমস্ত এমপিরা থাকবে তাই আমরা যাচ্ছি। তারপরে পৌরসভার ভোট যেমন এগোবে সেই বুঝে প্রচারের জন্য সময় দিতে হবে।” ইতিমধ্যেই পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল, কংগ্রেস ও বামেরা। কিন্তু এখনও প্রার্থী তালিকা প্রকাশ করে উঠতে পারেনি গেরুয়া শিবির। সেই ব্যাপারে দিলীপ ঘোষ জানান, “সম্ভবত আজই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। কলকাতা থেকেই হবে ঘোষণা।”

এরপরেই দিল্লিতে কংগ্রেসসহ অন্যান্য বিরোধীদলের বৈঠক ডাকা প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে দিলীপের দাবি, “এইসব ড্রামা অনেক পুরনো হয়ে গিয়েছে। কখনো কংগ্রেসের সঙ্গে, কখনো কংগ্রেসকে বাদ দিয়ে! যখন বিজেপির বিরোধিতা ছিল তখন এই দলগুলোই একবার বিজেপির সঙ্গে, একবার বিজেপিকে বাদ দিয়ে।” এরপরেই তিনি একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও সনিয়া গাঁধীকে আক্রমণ করে বলেন, “এখন প্রশ্ন হচ্ছে বিরোধীদের বৈঠক কে ডাকবে তা নিয়ে ঝগড়া। কংগ্রেস ডাকবে নাকি তৃণমূল ডাকবে না অন্য দল ডাকবে?
সেটা ওরা ঠিক করে নিক নেতাকে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতা হতে চাইছেন! সোনিয়া গান্ধীর দিন চলে গিয়েছে। আর এইসব করতে করতেই এই সিজেন পার হয়ে যাবে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শুরুর দিনেই বিরোধীদের শোরগোল, স্থগিত অধিবেশন । এম ভারত নিউজ

বিরোধীদের শান্তিপূর্ণভাবে আলোচনা ও অধিবেশনের কার্য নির্বাহ করার অনুরোধ করেই সংসদ কক্ষে ঢুকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সে কথা কার্যত কানেই তুললেন না বিরোধীদের। এ দিন লোকসভা অধিবেশন শুরু হতেই সরকারের বিরোধিতা করে হই-হট্টগোল শুরু করেন বিরোধী দলের সাংসদরা। স্পিকার ওম বিড়লার বারংবার অনুরোধ সত্ত্বেও বিরোধীরা শান্ত না হওয়ায়, শেষপর্যন্ত […]

Subscribe US Now

error: Content Protected