আজ রাজ্য বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত মিত্রের অসুস্থতার কারণে বিধানসভায় আজ তাঁর ভূমিকা পালন করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। যদিও এই প্রথম নয় । এর আগেও জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বের কালে বাজেট পেশ করেছিলেন জ্যোতিবাবু নিজে কারণ সেই সময় অর্থমন্ত্রী পদটি খালি ছিল।

সামনেই বঙ্গ ভোট তাই ভোটের আগে বাজেট পেশে জনমুখী পরিকল্পনা থাকাটাই প্রসঙ্গত বলে মনে করছে বিশিষ্ট মহল। আর সেটাই আজকের চমক হয়ে দাঁড়াতে পারে বলেই মনা করা হচ্ছে । কিছুদিন আগে আলিপুরদুয়ারের সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের মাধ্যমে জানিয়েছেন, করোনা আবহে বাজেট পেশের সময় অবশ্যই মাথায় রাখা হবে সাধারণ মানুষের কথা।
বঙ্গ ভোটের আগে তৈরি বিরোধীদলও। মুখ্যমন্ত্রীর বাজেট অধিবেশনকে বয়কট করতে চলেছে বিরোধী দল। তাদের কথামতো , তৃণমূল সরকারের সময়কালে সবথেকে কম সংখ্যক অধিবেশন হয়েছে । এবং বারংবার বিরোধীদের অধিকার খর্ব করার প্রচেষ্টা চলছে। তবে পরিষদীয় রাষ্ট্রমন্ত্রী তাপস রায় ইতিমধ্যেই বাজেট ভাষণ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন জানিয়েছেন ।