আগামীকাল মঙ্গলবার স্পেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার তাঁর সফরসূচি সম্পর্কে জানানোর সময় সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল আনন্দ বোসের পাঠানো রহস্য-চিঠি নিয়ে প্রশ্ন করলে তার উত্তরে মুখ্যমন্ত্রী জানান, একান্তই ব্যক্তিগত চিঠি, তিনি বাইরে যাচ্ছেন বলে শুভকামনা জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্যপাল। ব্যক্তিগত চিঠি প্রকাশ্যে আনা সম্ভব নয় তবে এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলেও জানান মমতা। রাজ্য সরকারকে রাজ্যপালের কড়া হুঁশিয়ারির পর শনিবার মধ্যরাতে রাজ্যভবন থেকে দিল্লি এবং নবান্নে যে দু’টি চিঠি যায় তার একটির বিষয়ও কিছু জানা যায়নি এখনও পর্যন্ত। কেটে গিয়েছে প্রায় ৪৮ ঘন্টা মুখ খোলেননি কেউই।

অন্যদিকে রাজ্যপালও সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই কথা জানিয়েছেন, তাঁর কথায়- গোপন কথা গোপনই থাকুক। উল্লেখ্য, শনিবারের আগে রাজ্যপাল সর্বসমক্ষে জানিয়েছিলেন, শিক্ষাক্ষেত্রে যে অরাজকতা চলছে তা মেনে নেওয়া যায়না, এর জন্যে যা-যা পদক্ষেপ নেওয়ার তিনি নেবেন, তিনি বলেছিলেন – এর শেষ দেখে ছাড়বেন। তারপরেই মধ্যরাতের কড়া বার্তা। পালটা রাজ্য-শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ‘রাক্ষস’ বলে রাজ্যপালকে কটাক্ষ করা, রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ! পরদিনই জানা গেল নিজের কথা মতই অ্যাকশন নিয়েছেন বোস। খামবন্দি দু’টি চিঠি পাঠিছেন রাজধানী এবং নবান্নে। আর তারপরেই সব ঠান্ডা! কি এমন রয়েছে সেই চিঠিতে! সত্যিই কি শুভকামনা নাকি এমন কোনও তথ্য যা সামনে আসলে হতে পারে কোনও বড় ক্ষতি!!