নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: এবারের বিধানসভা নির্বাচনের সব থেকে চর্চিত কেন্দ্র হল নন্দীগ্রাম। এই কেন্দ্রে যেমন তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বিজেপির তরফে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে সংযুক্ত মোর্চা এই কেন্দ্রে প্রার্থী করেছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। ফলে ত্রিমুখী এই লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে সভাবতই গোটা দেশ।

দ্বিতীয় দফার নির্বাচনে এই নন্দীগ্রামে আজ ভোট গ্রহণ পর্ব চলছে। এবার এই কেন্দ্রে নির্বাচনের শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত বলেই জানালেন তৃণমূলের বর্ষীয়ান সদস্যা ফিরোজা বিবি পাশাপাশি ইনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার তৃণমূল প্রার্থীও । মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যাপারে আশাবাদী এই তৃণমূল প্রার্থীর কথায়, লক্ষ্মণ শেঠের ভোটে হারার ব্যাপারে আগেই জানিয়েছিলেন ফিরোজা আর মিলেও গিএছিল সেই কথা অতএব তাঁর কথা ভুল হতে পারেনা বলেই মনে করছেন তিনি । একইসঙ্গে তিনি এও জানান যে তার নিজের বিধানসভা কেন্দ্রের তুলনায় তার মন মমতা বন্দ্যোপাধ্যায় কে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জেতাতে বেশি তৎপর । এ সকল কথার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও তুলোধোনা করেন তিনি। কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার পাশাপাশি তিনি এও জানান যে তার নিজের কেন্দ্রে সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন এবং তিনি তার নিজের কেন্দ্র জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৪ বছর আগে নন্দীগ্রাম আন্দোলনে শহীদ হয়েছিলেন ফিরোজা বিবির ছেলে। সেই দিনটার কথা আজও ভুলতে পারেন না ফিরোজা । সেই সময় তার পাশে সম্পূর্ণভাবে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কৃতজ্ঞতা থেকেই আজ তিনি বলেন যে, নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিততে না পারেন তাহলে তার ধর্ম তার বিশ্বাস সবকিছু মিথ্যে প্রমাণিত হবে।
ফিরোজা বিবি আত্মবিশ্বাসী হলেও, ভোটের অংক বলছে – এই কেন্দ্রে লড়াই তুল্যমূল্য হতে পারে । এখন সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয়যুক্ত হতে পারেন কিনা, সেটা নির্বাচনের ফলাফল আসার পরেই বোঝা যাবে।