স্পেনকে পরাজিত করে ফাইনালে মানচিনির ইতালি দল । এম ভারত নিউজ

user 2
0 0
Read Time:1 Minute, 52 Second

ইউরোপিয়ান ফুটবলের দুই বড় শক্তি স্পেন ও ইতালি যখন একে অপরের বিরুদ্ধে খেলতে নামে তখন একাধিক ইতিহাস রচিত হওয়াটাই স্বাভাবিক। ইউরোর ইতিহাসে এই নিয়ে টানা চতুর্থবার নক-আউটে পর্বে মুখোমুখি হয়েছিল দু’দল। প্রথম দু’বার (২০০৮ ও ২০১২) সালে স্পেন জিতলেই পেনাল্টিতে লা রোহাকে পরাস্ত করে স্কোর সমান সমান করল ইতালি।স্প্যানিশ দল ইউরোর ইতিহাসে পাঁচবারের মধ্যে চারবারই শুট আউট থেকে জয়লাভ করেছে। অপরদিকে, আজুরিদের পাঁচের মধ্যে তিনবারই পরাজয়ের মুখ দেখতে হয়েছে। তবে এই ইউরোর সেমিফাইনালে পুরনো ইতিহাস ঝেড়ে ফেলে নতুন ইতিহাস জয়ের লক্ষ্যে নেমেছে রবার্তো মানচিনির ছেলেরা। এক্ষেত্রে সেই উদাহরণই চোখে পড়ল।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের পর ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়েছিল। কোয়ার্টার ফাইনালে স্পেন পেনাল্টি শুট-আউটে ৩-১ গোলে পরাজিত করে সুইজারল্যান্ডকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। অন্যদিকে, ইতালি শেষ আটের লড়াইয়ে ২-১ গোলে হারিয়ে দেল বেলজিয়ামকে। এবার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে সম্মুখসমরে নামে ইতালি ও স্পেন। পেনাল্টি শুট-আউটে স্পেনকে হারিয়ে খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় ইতালি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

১০ দিন ধরে নেই পানীয় জল ! অবরোধে বসলেন গ্রামবাসীরা । এম ভারত নিউজ

পুরুলিয়া: পানীয় জলের সমস্যা নিয়ে হয়রান পুরুলিয়াবাসী। রয়েছে পানীয় জলের কল, কিন্তু তা থাকলেও জল আসছে না সেই কল থেকে। ১০ দিন ধরে এই সমস্যায় জেরবার মানবাজার এলাকার স্থানীয়রা। এই সমস্যার দ্রুত সমাধানে এগিয়ে আসছেন না স্থানীয় প্রশাসনও। এই দাবি নিয়েই অবশেষে পানীয় জলের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে […]
district_46

Subscribe US Now

error: Content Protected