রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ নিম্নগামী হওয়া মাত্র ,বীরভূম পর্যটন শিল্পের দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে । যা স্বভাবতই চিন্তায় ফেলেছে বীরভূমের ভারপ্রাপ্ত আধিকারিকদের। পর্যটক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন না করলে সংক্রমন ছড়িয়ে পড়তে পারে। আর সেই সম্ভাবনা থেকেই বীরভূম পর্যটন শিল্পের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে বাধ্যতামূলক করা হল করোনা পরীক্ষা। জানা যাচ্ছে বীরভূমের শান্তিনিকেতন ,কঙ্কালীতলা মায়ের মন্দির এবং তারাপীঠে ভ্রমণ করতে গেলে বাধ্যতামূলক করা হল করোনা পরীক্ষা। পাশাপাশি সংক্রমণ ধরা পড়লে থাকতে হবে সরকারি নিভৃতনবাসে।

প্রসঙ্গত উল্লেখ্য বীরভূমে করোনা পরীক্ষা করার জন্য তৈরি হয়েছে ছটি কিয়স্ক পয়েন্ট। এর মধ্যে তিনটি কিয়স্ক পয়েন্ট থাকছে রামপুরহাটে। এই কিয়স্ক পয়েন্টগুলোতে করোনা পরীক্ষার পাশাপাশি থাকবে টিকাকরণ সংক্রান্ত তথ্য। শান্তিনিকেতনে এই কিয়স্ক করা হয়েছে কাশীপুর বাইপাস এবং জামবুনি টোল ট্যাক্স পয়েন্টে। পাশাপাশি কঙ্কালীতলার জন্য কিয়স্ক পয়েন্টগুলি করা হচ্ছে মন্দির সংলগ্ন এলাকায়। তারাপীঠের জন্য কিয়স্ক পয়েন্ট করা হয়েছে ফুলিরডাঙ্গা বাসস্ট্যান্ডে। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠলেও চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। আর সেই কারণেই কোনো রকম কোনো রিস্ক নিতে চায় না রাজ্য সরকার।