নবজাতকের ছবি শেয়ার করলেন মার্ক, দেখুন সেই ছবি। এম ভারত নিউজ

Mbharatuser

এর আগে বুধবার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবিও শেয়ার করেন জুকারবার্গ

0 0
Read Time:3 Minute, 32 Second

আবার বাবা হলেন মার্ক জুকারবার্গ। তৃতীয়বার বাবা হলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ৷ শুক্রবার নিজের ফেসবুক পেজে এসে কন্যা সন্তানের বাবা হওয়ার কথা জানান তিনি। সেখানে নিজের মেয়ের নামও জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক। শুক্রবার নবজাতকের ছবি তিনি শেয়ার করেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে ৷ ক্যাপশনে মেটা-কর্ণধার লেখেন “পৃথিবীতে তোমাকে স্বাগতম অরেলিয়া চ্যান জুকেরবার্গ৷ তুমি একটা ছোট্ট আশীর্বাদ৷”

স্ত্রী প্রিসিলা চ্যানের ছবিও শেয়ার করেছেন জুকেরবার্গ৷ পরিবারের নতুন সদস্যের সঙ্গে তাঁর ও স্ত্রী প্রিসিলার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অগণিত অনুরাগী নেটিজেন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জুকেরবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলাকে৷

এর আগে বুধবার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবিও শেয়ার করেন জুকারবার্গ৷ মার্ক জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ৷ হারভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী প্রিসিলা।২০১০ সাল থেকে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন মার্ক এবং প্রিসিলা৷ ২০১২ সালে প্রিসিলার মেডিক্যাল ডিগ্রি লাভের পর তাঁরা বিয়ে করেন৷

২০১৫-এ জন্ম তাঁদের প্রথম সন্তানের ৷ বড় মেয়ের নাম তাঁরা রাখেন ম্যাক্সিমা চ্যান জুকারবার্গ৷ ৭ বছরের ম্যাক্সিমার চিনা নাম চেন মিঙ্গু৷ সে সময় সন্তানধারণে স্ত্রীর শারীরিক সমস্যার কথাও জানান জুকারবার্গ৷ বলেছিলেন প্রথম বার মাতৃত্বের আগে তিন বার মিসক্যারেজের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রিসিলাকে৷

গত বছরের সেপ্টেম্বরে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন মেটা প্রধান। তিনি জানিয়েছিলেন, “অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটি বোন পেতে যাচ্ছে।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইতিহাস গড়ল ইসরো, ৩৬টি স্যাটেলাইট নিয়ে উৎক্ষেপণ ভারতীয় রকেটের। এম ভারত নিউজ

উল্লেখ্য, ভারতীয় রকেট এলভিএম থ্রি ৪৩.৫ মিটার লম্বা এবং এর ওজন ৬৪৩ টন

Subscribe US Now

error: Content Protected