বাংলার নির্বাচনে মতুয়াদের ভোটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাভাবিকভাবেই মতুয়াদের মন পেতে আজ বনগাঁ লোকসভা কেন্দ্রের গোপালনগরে রাজ্য সরকারের একাধিক পদক্ষেপ তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে নাগরিকত্ব আইনের বিরোধিতা করে বিজেপিকে তুলোধনা করেন মমতা । এদিন তৃণমূল নেত্রী বলেন, ”মতুয়ারা সকলেই এদেশের নাগরিক। আপনাদের কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই। রাজ্যে এআরসি-এনপিআর হতে না। এ রাজ্যে এনআরসি হতে দেন না। রাজ্যকে গুজরাত বানাতে দেব না”। পাশাপাশি, তিনি বলেন, ত্রিশ বছর ধরে বড়মার চিকিৎসা আমি করিয়েছি।

তিনি আরও বলেন, মতুয়া উন্নয়ন বোর্ড তৈরি করেছি। ইতিমধ্যেই ওই বোর্ডকে ১০ কোটি টাকা দেওয়া হয়েছে। কমিটি তৈরি হলেই কাজ শুরু হয়ে যাবে”। ইতিমধ্যে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের পাঠ্য পুস্তকে হরিচাঁদ ঠাকুরের জীবনী অন্তর্ভুক্ত হবে বলে জানান মমতা। পাশাপাশি হরিচাঁদ ঠাকুরের জন্মদিনেও ছুটি ঘোষণা করা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।