অবশেষে হাসি ফুটল ছাত্র-ছাত্রীদের মুখে । আগামী ১২ই সেপ্টেম্বর সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার বিষয়ে আজ বিকেলেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। ১৩ ই জুলাই অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে মেডিকেল এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন সমস্ত ছাত্র-ছাত্রীরা। ওয়েবসাইট টি হল ntaneet.nic.in ।

শিক্ষামন্ত্রী আরও জানান, করোনা বিধি মেনেই নেওয়া হবে পরীক্ষা। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলিকে যথাযথভাবে স্যানিটাইজ করে উপযুক্ত করে তোলা হবে।দূরত্ব বৃদ্ধি মেনে চলার জন্য এবছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। সর্বভারতীয় মেডিকেল বোর্ডের রেকর্ড অনুযায়ী ২০২০-তে ১৫ লক্ষ ছাত্র ছাত্রী NEET পরীক্ষার ফর্ম পূরণ করেছিল। এবারের করোনা পরিস্থিতিতে পরীক্ষার্থীর সংখ্যা আরও বেশি হবে বলেই মনে করছেন শিক্ষা মহলের একাংশ। কতজন পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেবে তা রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরই জানা যাবে। NEET পরীক্ষা মাধ্যমে ছাত্র-ছাত্রীরা একাধিক কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে যেমন MBBS,BDS,BSMS,BUMS,BHMS, BAMS ।এ-বছর পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা চাইলে তাদের নিজস্ব ভাষা বাংলাতে পরীক্ষা দিতে পারবে। তছাড়াও রয়েছে ভারতের আরো ১১ টি আঞ্চলিক ভাষা। যার মধ্যে পরীক্ষার্থীরা যে কোন ১ টি ভাষায় পরীক্ষা দিতে পারবে।