আবারও গৃহবন্দী হলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, টুইট করে এবার নিজেই সেই দাবি করলেন তিনি।তিনি, জানিয়েছেন ইতিমধ্যেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তবে তার পিছনে কোনও বিশেষ যুক্তি বা কারণ এখনও পর্যন্ত তাঁর জানা নেই। প্রসঙ্গত উল্লেখ্য, টুইটে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, আফগানিস্তানের বর্তমান অবস্থা নিয়ে ভারত সরকার চিন্তিত। অথচ আমাদের দেশে কাশ্মীরে উপস্থিত সাধারন মানুষের সাংবিধানিক অধিকার নিয়ম সরকারের কোন মাথা ব্যাথা নেই। পাশাপাশি তিনি এও বলেন ভারত সরকারের কথা এবং কাজে বিস্তর ফারাক। প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর টুইটের সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তার বাড়ির সদর দরজা বন্ধ রয়েছে তালা দিয়ে রাখা হয়েছে ,পাশাপাশি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে সাঁজোয়াগাড়ি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বিষয়ে স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে, মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়নি। কেবল মাত্র তার নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা করা হয়েছে । মূলত জেড প্লাস সিকিউরিটি ব্যবস্থা করতে না পারায় তাঁকে দক্ষিণ কাশ্মীরের কুলা গ্রামে যাওয়া থেকে নিজেকে বিরত রাখার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি পুলিশের আরও দাবি ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে । স্বাভাবিক করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। তবে গিলানির মৃত্যুর পরে বেশ কয়েকদিনের জন্য নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করতে হয়েছে পুলিশকে। গিলানির মৃত্যুর পর তার শেষকৃত্য অনুষ্ঠানে পাকিস্তানি পতাকা ব্যবহার করা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে আদালতে।