অবশেষে চালু হচ্ছে মেট্রো । আজ শুক্রবার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । যাঁদের কাছে স্মার্ট কার্ড রয়েছে তাঁরা ছাড়াও বাকিরা টিকিট কালেক্ট করে উঠতে পারবেন মেট্রোতে কিন্তু সবার আগে প্রয়োজন ই-পাসের । এই ই-পাস দেখালেই মেট্রোর গেট দিয়ে ঢোকার অনুমতি মিলমে । ইতিমধ্যেই মেট্রোর তরফে একটি অ্যাপ প্রকাশ করা হয়েছে। যাঁরা মেট্রোয় উঠতে চান, তাঁদের সেই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপের মাধ্যমেই তাঁরা আগে থেকে টিকিট বুক করতে পারবেন। টিকিট বুক করা হয়ে গেলে একটি টোকেন বা ই-পাস জেনারেট হবে। তারপরে সেই টোকেন দেখিয়ে তবেই তাঁরা মেট্রো স্টেশনে প্রবেশ করার অনুমতি পাবেন।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা । তবে ১৩ সেপ্টেম্বর মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা বা নিট থাকায় পরীক্ষার্থীদের যাতে অসুবিধায় পড়তে না হয় তাই ওই দিন চলবে মেট্রো। সকাল ১১ টা থেকে সন্ধেয় ৭ টা পর্যন্ত গড়বে মেট্রোর চাকা। ওই দিন চলবে মোট ৬৬ টি ট্রেন। স্মার্ট কার্ড ব্যবহার করে অনায়াসেই ওঠা যাবে মেট্রোয়। তবে যাঁদের কাছে স্মার্ট কার্ড নেই তাঁদের জন্য থাকছে কাগজের টিকিট। এই মুহূর্তে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।
