স্কুল-কলেজ খোলার সময় এগিয়ে আসছে। আর স্কুল কলেজ পড়ুয়াদের সকালবেলায় যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনরকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য এবার নয়া সিদ্ধান্ত নেওয়া হলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে।
জানা গিয়েছে যে, সোমবার অর্থাৎ ১৫ নভেম্বর থেকে মেট্রো পরিষেবা শুরুর সময় আধ ঘণ্টা এগিয়ে আনা হল। নর্থ-সাউথ করিডরে মেট্রো পরিষেবা সকাল সাড়ে ৭টার পরিবর্তে ৭টা থেকে শুরু হবে। কিন্তু কোনও বদল আনা হয়নি ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচিতে ।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম ট্রেন চলতে শুরু করবে সকাল ৭টায়। আবার, একইভাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে একই সময়ে ছাড়বে দিনের প্রথম ট্রেনটি। তবে শেষ ট্রেন ছাড়ার সময়ের কোন বদল হবে না। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে রাত ৯টা ১৮ মিনিটে শেষ ট্রেন ছাড়বে । এর পাশাপাশি, দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়বে ৯টা ৩০ মিনিটে। যদিও অপরিবর্তিতই থাকছে রবিবারের পরিষেবা । ১৫ নভেম্বর থেকে সোম থেকে শুক্রবার পর্যন্ত রোজ ২৭২টি (১৩৬টি আপ এবং সমসংখ্যক ডাউন) ট্রেন চালানো হবে। এছাড়াও, শনিবার সকাল ৭ টা থেকে মেট্রো চললেও মেট্রোর সংখ্যাও কিছু বাড়ানো হবে।