Read Time:1 Minute, 26 Second
করোনা পরিস্থিতিতে নিট পরীক্ষা সফল করতে প্রস্তুত কলকাতা মেট্রোও। রবিবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের যাতায়াতের জন্য ৭৪টি মেট্রো চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে মেট্রো। পরিষেবা মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও। প্রতি ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন। রবিবার স্মার্ট কার্ড ছাড়াও পেপার টিকিট ইস্যু করা হবে যাত্রীদের জন্যে। ইতিমধ্যেই ট্রেন স্যানিটাইজ থেকে শুরু করে যাবতীয় বিধি মেনে প্রস্তুত মেট্রো রেল। প্রসঙ্গত করোনা আবহে দীর্ঘ কয়েকমাস বন্ধ রয়েছে মেট্রো। সোমবার থেকে সাধারণের জন্য খুলছে মেট্রো। তবে রবিবার নিট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এদিন মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে যাত্রী পরিষেবা চালুর আগে অন্যতম ট্রায়াল রান হয়ে যাবে কলকাতা মেট্রোর।
