স্মার্ট কার্ড নিয়ে বড় ঘোষণা মেট্রোরেলের । এম ভারত নিউজ

Mbharatuser

মহানগরীর মেট্রো পরিষেবা আওতাভুক্ত হতে এবং স্মার্ট কার্ডের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হবে কলকাতাবাসীকে। জানা যাচ্ছে, এবার থেকে মেট্রো স্মার্ট কার্ডের সিকিউরিটি ডিপোজিটের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে মেট্রোরেলের তরফ থেকে। মূলত আগে নয়া স্মার্ড কার্ড নিতে গেলে মোট ১০০ টাকা জমা দিতে হত মেট্রো যাত্রীদের।

0 0
Read Time:1 Minute, 52 Second

মহানগরীর মেট্রো পরিষেবা আওতাভুক্ত হতে এবং স্মার্ট কার্ডের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হবে কলকাতাবাসীকে। জানা যাচ্ছে, এবার থেকে মেট্রো স্মার্ট কার্ডের সিকিউরিটি ডিপোজিটের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে মেট্রোরেলের তরফ থেকে। মূলত আগে নয়া স্মার্ড কার্ড নিতে গেলে মোট ১০০ টাকা জমা দিতে হত মেট্রো যাত্রীদের। তবে এবার থেকে এই অর্থ বৃদ্ধি করে মোট ১২০ টাকা করা হয়েছেস। এছাড়াও এর আগে স্মার্ট কার্ড ফেরত দেওয়া হলে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে মোট ৬০ টাকা দেওয়া হত উক্ত ব্যক্তিকে। তবে এবার থেকে সেই অঙ্ক বৃদ্ধি করে করা হয়েছে ৮০ টাকা। মেট্রোরেলের তরফে নেওয়া এই সিদ্ধান্ত কার্যকরী হবে আগামী রবিবার থেকেই।

প্রসঙ্গত উল্লেখ্য করোনাকালীন কঠিন পরিস্থিতিতে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে টোকেনের পরিবর্তে বাধ্যতামূলক করা হয়েছিল মেট্রো কার্ড। তারপর থেকে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত জারি রয়েছে মেট্রোরেলের ক্ষেত্রে। মূলত সংক্রমণের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে গিয়েই এই সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জয়েন্ট এন্ট্রান্স ২০২২, নির্ঘণ্ট প্রকাশ বোর্ডের । এম ভারত নিউজ

বর্তমানে রাজ্যের দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। জানা গেছে, আগামী ২০২২ সালের পরীক্ষার নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে।

Subscribe US Now

error: Content Protected