নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ
ডিভিসির ছাড়া অতিরিক্ত জলে গত শনিবার থেকেই প্লাবিত হয়েছিল উদয়নারায়নপুর ও আমতা। গত আট দিন বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়ে উদয়নারায়নপুর ও আমতা। একাধিক রাজ্য সড়কগুলিতে কোথাও হাটু আবার কোথাও বা একবুক জলস্তর কমে যানচলাচলের উপযুক্ত হলেও, একাধিক গ্রাম্যরাস্তাগুলি এখানো জলে তলায়। কৃষিজমির জল কমতে এখনো বেশ কয়েকদিন লাগবে বলে এলাকার কৃষকদের দাবি।এমতাবস্থায় শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ পেয়ে উদয়নারানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে আসেন সমবায় মন্ত্রী অরুপ রায়।

এদিন মন্ত্রী ঐ ব্লকের কুলটিকারী,ভবানীপুর,বরদা,কুমাচক,পুরপাট সহ একাধিক এলাকা পরিদর্শন করে বন্যা প্লাবিত শতাধিক মানুষকে শুকনো ত্রাণ সামগ্রী বিতরন করেন।মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য। উদয়নারায়নপুরের বন্যার জন্য তিনি কেন্দ্র সরকারকে দায়ী করে সাধারণ মানুষ কিছু দিন ধৈর্য্য ধরার পরামর্শ দেন। মাষ্টার প্রজেক্টর কাজ চলছে সেটা সম্পূর্ণ না হওয়া পযর্ন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে হয় না দাবি অরুপবাবুর।