কিছুদিন আগেই আর্টারিতে ব্লকেজ নিয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। হাসপাতাল সূত্রে জানানো হয়, তাঁর আর্টারিতে একটি ব্লকেজের পরিবর্তে স্টেন্ট বসানো হয়েছিল।
গত রবিবার ভোরে হঠাৎ করেই শ্বাসকষ্ট সহ বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন তিনি, পরবর্তীতে তড়িঘড়ি তাঁকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চেকআপ এর ফলে জানা যায়, তাঁর আর্টারিতে ব্লকেজ আছে ,পরবর্তীতে তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড স্থাপন করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ,এই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে থেকে সুস্থ হয়ে উঠেছেন অরূপ রায়। শেষ অব্দি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজেকে সুস্থ বলেই জানিয়েছেন অরূপ রায়।
অন্যদিকে রাজনৈতিক মহলে জল্পনার মালা গেঁথে অরূপ রায় কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও সাংবাদিকদের সম্মুখে তিনি বলেন এর মধ্যে রাজনীতি না খোঁজার জন্য ,পাশাপাশি বলেন, অরূপ রায় দলের নেতা তাই তাঁর একান্ত সুস্থতা কামনা করে দল। পাশাপাশি হাসপাতাল সূত্রে এও জানানো হয়েছে আপাতত সুস্থ হলেও অরূপ রায় কে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত নিজের বাড়িতে রেস্ট নেওয়ার জন্য।