হাসপাতাল থেকে ছাড়া পেলেন মন্ত্রী অরূপ রায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 57 Second

কিছুদিন আগেই আর্টারিতে ব্লকেজ নিয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। হাসপাতাল সূত্রে জানানো হয়, তাঁর আর্টারিতে একটি ব্লকেজের পরিবর্তে স্টেন্ট বসানো হয়েছিল।

গত রবিবার ভোরে হঠাৎ করেই শ্বাসকষ্ট সহ বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন তিনি, পরবর্তীতে তড়িঘড়ি তাঁকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চেকআপ এর ফলে জানা যায়, তাঁর আর্টারিতে ব্লকেজ আছে ,পরবর্তীতে তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড স্থাপন করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ,এই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে থেকে সুস্থ হয়ে উঠেছেন অরূপ রায়। শেষ অব্দি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজেকে সুস্থ বলেই জানিয়েছেন অরূপ রায়।

অন্যদিকে রাজনৈতিক মহলে জল্পনার মালা গেঁথে অরূপ রায় কে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও সাংবাদিকদের সম্মুখে তিনি বলেন এর মধ্যে রাজনীতি না খোঁজার জন্য ,পাশাপাশি বলেন, অরূপ রায় দলের নেতা তাই তাঁর একান্ত সুস্থতা কামনা করে দল। পাশাপাশি হাসপাতাল সূত্রে এও জানানো হয়েছে আপাতত সুস্থ হলেও অরূপ রায় কে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত নিজের বাড়িতে রেস্ট নেওয়ার জন্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফোনে কথোপকথন বাইডেন-পুতিনের, তবে কি নয়া সিদ্ধান্ত ? । এম ভারত নিউজ

২৭ জানুয়ারি, বুধবারঃ গতকাল মঙ্গলবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজে অভিষেকের পর এই প্রথমবার তাঁদের মধ্যে কথোপকথন হয় ফোনের মাধ্যমে। রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনি-র গ্রেফতার, মস্কোর সাইবার ক্রাইম এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলায় রাশিয়ার উস্কানির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা চলে […]

Subscribe US Now

error: Content Protected