উত্তর প্রদেশের নির্বাচনের ঠিক মুখে ফের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বন ও পরিবেশ মন্ত্রী৷ একের পর এক পদত্যাগের ফলে ভোটের মুখে জোর ধাক্কা খেল বিজেপি ।স্বামী প্রসাদ মৌর্যের পর এদিন যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ওবিসি নেতা দারা সিং চৌহান ৷ এই নিয়ে গত চব্বিশ ঘণ্টায় দুই মন্ত্রী সহ মোট ছ’ জন নেতা উত্তর প্রদেশে বিজেপি থেকে সরে গেলেন। যা গেরুয়া শিবিরের কাছে বিরাট বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো৷
যোগী মন্ত্রিসভায় বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব সামলাতেন দারা সিং চৌহান৷ এ দিন রাজ্যপালকে পদত্যাগ পত্রে তিনি লিখেছেন , যোগী আদিত্যনাথ সরকার যেভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, কৃষক, বেকারদের উপেক্ষা করেছে, তাই তিনি মেনে নিতে না পেরেই দল থেকে বেরিয়ে গেছেন। পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের সংরক্ষণ নিয়ে যোগী সরকার কোন উন্নয়নমূলক কাজ করেছেন না বলে অভিযোগ করেছেন দারা সিং চৌহান৷ পাশাপাশি স্বামী প্রতাপ মৌর্য ও একই অভিযোগ আনেন যোগী সরকারের বিরুদ্ধে ৷
ফের ইস্তফা যোগী সরকারের মন্ত্রীর, অস্বস্তিতে গেরুয়া শিবির । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 44 Second