অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরে দ্বারিবেরিয়া প্রগ্রেসিভ মেডিক্যাল প্র্যাকটিশিওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তমলুক জোনের সম্মেলন। বৃহস্পতিবার নাইকুরি ব্লক সমষ্টি উন্নয়ন কেন্দ্রের হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ মন্ত্রী তথা জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র। এদিন দ্বারিবেরিয়া প্রগ্রেসিভ মেডিক্যাল প্র্যাকটিস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রীর হাতে বেশ কিছু দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

তাদের দাবি, সরকারিভাবে ট্রেনিংয়ের মাধ্যমে গ্রামীণ চিকিৎসকদের শিক্ষার ব্যবস্থা করা, স্বীকৃতি মূলক শংসাপত্র দেওয়া, এবং করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করে দেওয়া সহ বেশ কিছু।
এদিন মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, এখনও এই ধরনের গ্রামীণ চিকিৎসকদের ওপর গ্রাম ও শহরের প্রায় ৭০% মানুষ নির্ভরশীল। তাই গ্রামীণ চিকিৎসকরা কীভাবে স্বীকৃতি পান এবং ট্রেনিংয়ের জন্য মুখ্যমন্ত্রী তাদের কথা গুরুত্ব দিয়ে দেখছেন, যার একটি লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।