
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : এবার পূর্ব মেদিনীপুর জেলার INTTUC এর কার্যকারী সভাপতি হলেন মিলন মন্ডল। মঙ্গলবারই তা ঘোষণা করলেন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী ড: সৌমেন মহাপাত্র ঘোষণা করেন যে আইএনটিটিইউসি কার্যকরী সভাপতি হলেন মিলন মন্ডল। তিনি বলেন, “দু বছর আগে মিলন মন্ডলকে মিথ্যা মামলায় জড়িয়ে ছিলেন জনৈক ব্যক্তি। বর্তমানে আইনের চোখে বেকুসুর খালাস মিলন মন্ডল। বিগত দিনে এই পদে বহাল ছিলেন শুভেন্দু অধিকারী, জেলার আইএনটিটিইউসি সভাপতি দিব্যেন্দু বর্তমানে অসুস্থ। এবার থেকে জেলার আইএনটিটিইউসি কার্যকরী সভাপতি হলেন মিলন মন্ডল।” ” হলদিয়া শিল্পাঞ্চল এর বিভিন্ন জায়গায় অশান্তির খবর রয়েছে। সেগুলি এবারে দ্রুত মিটে যাবে।” এমনটা দাবীও করতে শোনা যায় মন্ত্রী সৌমেন মহাপাত্রকে। আজকের এই পদ বদলের পর যে শুভেন্দু অধিকারী গড়ে আরও খানিকটা জোরালো হল তৃণমূল বিজেপি সংঘাত, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।