প্রধানমন্ত্রীর ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পের আরও একটি বড় জয় । প্রথমে তেমন সাফল্য না মিললেও এবারে সফল ভাবে হাইপারসনিক মিসাইল উড়িয়ে আমেরিকা, চিন, রাশিয়ার মতোই হাইপারসনিক প্রযুক্তিতে এক দৃষ্টান্ত তৈরি করল ভারত । ওড়িশার উপকূলে ডক্টর আবদুল কালাম আইল্যান্ডের লঞ্চপ্যাড থেকে শব্দের থেকে ৬ গুণ বেশি গতিতে ছুটেছে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী ‘হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল’ (HSTDV) ।
সোমবার সকাল ১১ টা ৩ মিনিটে সেই পরীক্ষা করা হয়। অগ্নি মিসাইল বুস্টার দিয়ে ওই মিসাইল টেস্ট করা হয়। পাঁচ মিনিটেই সেই পরীক্ষা সম্পূর্ণ এবং সফল হয়। ২০ সেকেন্ডে ৩০ কিলোমিটারেরও বেশি উচ্চতায় উড়ে গেছে এই ভেহিকল । এই অপারেশনের নেতৃত্বে ছিলেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান সতীশ রেড্ডি ও হাইপারসনিক প্রযুক্তি সংক্রান্ত গবেষণার সঙ্গে যুক্ত অন্যান্য বিজ্ঞানীরা । এই পরীক্ষা বুঝিয়ে দিল সারা বিশ্বকে সামরিক অস্ত্র তৈরিতে, যে কোনও জটিল প্রক্রিয়া ও প্রযুক্তিতে ভারতবর্ষ কোশ অংশে কম নয় ।