৫৩ জনকে নিয়ে কেআরআই নাঙ্গালা নামক ইন্দোনেশিয়ার সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায় বুধবার। সেই সাবমেরিনকে খুঁজতেই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত ইতিমধ্যে ভারতের থেকে ইন্দোনেশিয়াকে একটি সাবমেরিন পাঠানো হয়েছে । সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে একটি টর্পেডো ড্রিল চলাকালীন এই ঘটনা ঘটে। ভারতের তরফ থেকে যে সাবমেরিনটি পাঠানো হয়েছে সেটি আসলে একটি ডিপ সাবমেরিন রেস্কিউ ভেসেল নামে পরিচিত। ডিপ সাবমেরিন রেসকিউ ভেসেল আসলে এই ধরনের জলযান যা জলের নিচে হারিয়ে যাওয়া যেকোন সাবমেরিন বা ওই একই ধরনের কোন যন্ত্রাদিকে খুঁজতে সহায়তা করে।
ভারতীয় নৌ বাহিনী তরফ থেকে একটি নির্দেশনা জারি করার মাধ্যমে জানানো হয়েছে “গত ২১ এপ্রিল ভারতের তরফ থেকে ইন্টারন্যাশনাল সাবমেরিন এস্কেপ এবং রেসকিউ লিয়াসিয়ন অফিসের তরফে আমাদের নৌবাহিনীকে সাহায্য করার জন্য একটি বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ৫৩ জনকে নিয়ে কেআরআই নাঙ্গালা নামের একটু ইন্দোনেশিয়ার সাবমেরিনটি নিখোঁজ হয়ে গিয়েছে। সেটি বালিদ্বীপের ২৫ মাইল উত্তরে কাজ করছিল। কাজ চলাকালীনই সেটি নিখোঁজ হয়ে গিয়েছে। একে খুঁজতে সাহায্য করতে হবে। “প্রধানত কোন দেশের সাবমেরিন হারিয়ে গেলে সেই সাবমেরিনে বর্তমান মানুষদের উদ্ধার করার স্বার্থে এই ভেসেল ব্যবহার করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য প্রথমে এই ডীপ সাবমেরিন ভেসেলসের মাধ্যমে ওই স্থানের খোঁজ করা হবে যেখানে সাবমেরিন রয়েছে তারপর অপর একটি দা সাবমেরিন ভেসেলের মাধ্যমে ওখানে আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করা হবে ।