বানান ভুলের কারণে দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দিলেন কংগ্রেসের নেতা কৌস্তব বাগচী। অবাক লাগলেও সত্যি। দীর্ঘদিন ধরে নিজের বেসাস বক্তব্যের কারণে খবরের শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ। তবে এবার সংসদে কন্যাশ্রী নিয়ে বিরোধিতা করার সময় প্ল্যাকার্ডে ভুল বানান লেখার জন্য ফের খবরের শিরোনামে আসতে দেখা গেল তাঁকে। ২০২১ বঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিরোধী দল হিসেবে বাংলায় জায়গা করে নিয়েছে বিজেপি। আর তারপর থেকেই সংসদে বিভিন্ন বার সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। জানা যাচ্ছে ইতিমধ্যেই ভুল বানান লেখার জন্য দিলীপ ঘোষকে মেইলের মাধ্যমে বর্ণপরিচয়ের পিডিএফ পাঠিয়েছেন কৌস্তব বাকচি। এমনকি আগামীকাল স্পিড পোস্টের মাধ্যমে বইও পাঠানো হবে তাঁর বাড়িতে। পাশাপাশি তিনি জানিয়েছেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা তাঁর কর্তব্য বলে মনে করেন তিনি।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে তিনি বলেন,” আমি আশা রাখি ,পরের বার থেকে বই পড়ার পরে ডিসপ্লে বোর্ড তৈরি করবেন দিলীপ ঘোষ। ” যদিও এই বিষয় নিয়ে টুইটের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন তথাগত রায় । আর তারপরই কংগ্রেসের নেতা কৌস্তব বাকচিকে এই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করতে দেখা যায়।