সাত দফায় অনুষ্ঠিত হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন। ইতিমধ্যে দুই দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। মঙ্গলবার প্রথম দু’দফায় ভোট দানের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তবে কমিশন প্রকাশিত এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম।
বিরোধীদের দাবি, কমিশন প্রদত্ত এই পরিসংখ্যান কেন এতো দেরিতে প্রকাশ করা হল। শুধু তাই নয় প্রকাশিত পরিসংখ্যানে ভোট দানের সম্পূর্ণ হিসাব নেই শতাংশে। পাশাপাশি হিসাবে গরমিলের দাবিও করেছে।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক্স প্ল্যাটফর্মে (পূর্বতন টুইটার) লিখেছেন, “গুরুত্বপূর্ণ, দ্বিতীয় দফার ভোট পর্ব শেষ হওয়ার চারদিন পরে নির্বাচন কমিশন সম্পূর্ণ ভোট দানের পরিসংখ্যান প্রকাশ করেছে। চারদিন পূর্বে কমিশন যে হিসাব দিয়েছিল, তার থেকে হঠাৎ ৫.৭৫ শতাংশ বেড়ে গেল!” এরপরেই ডেরেক সন্দিহান হয়ে প্রশ্ন তুলেছেন, আমি কী কিছু ভুল করছি না কি এটাই স্বাভাবিক।
জাতীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, এটাই প্রথম যেখানে প্রথম দফার ভোটের এগারো দিন এবং দ্বিতীয় দফার চার দিন পরে ভোটারদের ভোটদানের খতিয়ান প্রকাশ করল কমিশন। অতীতে কমিশন ভোটগ্রহণ শেষ হওয়ার অব্যবহিত পরেই অথবা ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ করতো। একইসঙ্গে জাতীয় কংগ্রেস নেতা জয়রাম এক্স প্ল্যাটফর্মে প্রশ্ন তোলেন “কেবল কিছু আনুমানিক পরিসংখ্যান কমিশনের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। এতটা দেরি হল কেন?
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির দাবি করেন, ‘কেন প্রতিটি লোকসভা কেন্দ্রের ভোটারদের ভোটদানের পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হল না?’ একইসঙ্গে বাম নেতার বক্তব্য, ” যতক্ষণ না পুরো তথ্য দেওয়া হচ্ছে, ততক্ষণ এই ভোট শতাংশ মূল্যহীন।”