আচমকাই মিঠুনের রোড শো বাতিল করল পুলিশ, বিক্ষোভে শ্রাবন্তি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 37 Second

ইতিমধ্যেই বাংলা তৃতীয় দফা নির্বাচন শেষ হওয়ায় পর চতুর্থ দফা নির্বাচনী সম্প্রচারে বেরোনোর কথা ছিল মিঠুন চক্রবর্তীর। তবে বেহালায় মিঠুন চক্রবর্তীর রোড-শোয়ের অনুমতি মিলল না ৷ সকাল পৌনে এগারোটা নাগাদ পর্ণশ্রী থেকে আদর্শপল্লি পর্যন্ত প্রায় দেড় থেকে দু’কিলোমিটার রোড শো করার কথা ছিল তাঁদের । তবে সেই র‍্যালিই রিতিমত আচমকাই বাতিল করেছে পুলিশ বলে অভিযোগ । প্রতিবাদে পর্ণশ্রী থানার সামনে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের৷ গতকাল রাত্রি অব্দি এই অনুমতি পত্রে গ্রিন সিগন্যাল দেখা গেলেও আজ সকালে হঠাৎ করেই অনুমতি পত্রে রেড সিগনাল হয়ে যায় । এই রোড-শোয় তাঁর সঙ্গেই থাকতেন বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার ও বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ইতিমধ্যেই পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখা দিয়েছে , কিন্তু সেই রোড-শোয়ের অনুমতি মেলেনি বলে জানালেন বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ তাঁর দাবি, ভয় পেয়ে রোড-শো আটকেছে তৃণমূল৷ অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির৷ এমনকি বিজেপির তরফে ‘ডোর টু ডোর’ প্রচার কর্মসূচির জন্য আবেদন করা হয়েছিল। তারও অনুমতি মেলেনি বলে অভিযোগ।পর্ণশ্রী থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। “রোড শো বাতিল করার আগে পুলিশের যদি কোনও শর্ত থাকে, সেগুলি আমাদের বলতে পারতেন। আমরা সেই মতো কর্মসূচি বদলাতাম। কিন্তু কর্মসূচি বাতিল করতে পারব না। ওরা তো কোনও আলোচনাই করতে চাইলেন না। আমরা আলোচনার রাস্তায় যেতে চাই। দরকার হলে সুষ্ঠভাবে থানা ঘেরাও করব। এরম মেগা কর্মসূচিকে বাতিল করা হলে মানব না।” বললেন এক বিজেপি নেতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাড়ছে সংক্রমণ, ভারতীয়দের পর্যটনে নিষেধাজ্ঞা জারি নিউজিল্যান্ডে । এম ভারত নিউজ

কোভিডের গ্রাফ ঊর্দ্ধমুখী, ভারতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সওয়া লাখেরও বেশি মানুষ। এই সঙ্কটকালীন অবস্থায় ভারত থেকে পর্যটকদের ঢোকায় নিউজিল্যান্ড নিষেধাজ্ঞা জারি করল|এমনকি নিউজিল্যান্ডের নাগরিকরাও ভারত থেকে আগামী ১৭ দিন নিজের দেশেই ঢুকতে পারবেন না বলেই জানানো হয়েছে।৮ এপ্রিল বৃহস্পতিবার সূত্র […]

Subscribe US Now

error: Content Protected