চন্ডীতলার সভা থেকে ফের হুঙ্কার মিঠুনের, কী বললেন আজ? এম ভারত নিউজ

Mbharatuser

জনগণের উদ্দেশ্যে বলেন, “অনুরোধ করছি, একবার বিজেপি-কে ভোট দিন।”

0 0
Read Time:2 Minute, 19 Second

পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। গত নভেম্বর মাসের পর ফের রাজ্য সফরে এসে বিভিন্ন জেলা সফরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মিঠুন চক্রবর্তী। আর এই অংশগ্রহণের মাধ্যমে বঙ্গ বিজেপি মহাগুরুর বাংলা ও বাঙালির আবেগকেই পঞ্চায়েত ভোটে কাজে লাগাতে চাইছে বলে মত রাজনৈতিক মহলের। রবিবার হুগলির চণ্ডীতলায় কাটমানি ইস্যুতে ‘চিতা’ সিনেমার প্রসঙ্গ তুলে বলেন, কাটমানি নিতে এলে বাঘের মত দাঁড়িয়ে থাকব। আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তুলে মহাগুরু বলেন, “কেন্দ্র যে টাকা দেয়, তার থেকেও কাটমানি খায়। কিন্তু, এখানে সেটা হবে না।” এরপরেই জনগণের উদ্দেশ্যে বলেন, “অনুরোধ করছি, একবার বিজেপি-কে ভোট দিন।”

নিজেকে দলের কেবল ক্যাডার বলে উল্লেখ করেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। এদিনও কাঁচা বাড়ি, পাকা বাড়ি করার প্রতিশ্রুতি দেন বিজেপি নেতা। এমনকি যোগ্যরা চাকরি পাচ্ছে না এবং মেয়েরা নিরাপত্তা পাচ্ছে না বলেও তোপ দাগেন মিঠুন।

এদিনের সভামঞ্চ থেকে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তাও স্থির করে দেন মহাগুরু। তিনি বলেন, “যতদিন মোদি ম্যাজিক থাকবে ততদিন ভারত বিজেপি শাসিত থাকবে। তবে কেবল লোকসভা ভোট নয়, পঞ্চায়েতেও এর প্রতিফলন চাই বলে জানিয়েছেন মহাগুরু।” এদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পরাক্রম দিবসে বড় ঘোষণা মোদির, নেতাজিকে নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী? এম ভারত নিউজ

প্রথম স্বাধীন ভারত সরকার গঠন হয়েছিল এই দ্বীপপুঞ্জে।

Subscribe US Now

error: Content Protected