করোনা আবহের মধ্যেই ভোট পর্ব চলছে, আট দফার ভোটের শেষ দফা আজ| আর এই শেষ দফা ভোটেই কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে ভোট দিলেন তথা বিজেপি সেলেব কর্মী মিঠুন চক্রবর্তী| সকাল সকাল খোশ মেজাজে ভোট দিয়ে বেরিয়ে এসে ভোটারদের উদ্দেশ্যে মহাগুরু বললেন, “এমন শান্তিপূর্ণ ভোট আগে হয়নি।”বিজেপির হয়ে জোরকদমে প্রচার চালিয়েছেন মিঠুন|রোদ উপেক্ষা করে, বয়সকে টেক্কা দিয়ে জেলায় জেলায় একাধিক রোড- শো, সভা করেছেন তিনি। বৃহস্পতিবার সকাল ৭. ৫০ নাগাদ শেষ দফার ভোটে নিজের বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি|এবং ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সকলকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার কথাও বলেন।মিঠুন বলেন, “এতটা শান্তিপূর্ণ ভোট আগে কখনও হয়নি।” সকলের উদ্দেশে ‘মহাগুরু’র বার্তা, ”ভালভাবে ভোট দিন, ওটা আপনার অধিকার।” যদিও কিছুদিন আগে মিঠুনের নাকি করোনা হয়েছে তা নিয়ে গুজব ছড়িয়েছিল, কিন্তু পরিবারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছিল তিনি একেবারে সুস্থ আছেন|আজ শেষ দফার ভোটে ভোটদান সেরে সকলকে সুষ্ঠু ভাবে ভোট দিতে বলেন|
ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে মিঠুনের বার্তা : ‘এমন শান্তিপূর্ণ ভোট আগে হয়নি’ । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 42 Second