BREAKING: ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখাচ্ছে আরেক মার্কিন সংস্থা ‘মডার্না’। এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 52 Second

আমেরিকার সংস্থা মডার্নার তৈরি করোনা টিকা ৯৪.৫ শতাংশ কার্যকরী। সোমবার এক বিবৃতিতে এমনটাই দাবি করল সংস্থা। তাদের দাবি, ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগের পরই যে ফল মিলছে তার ওপর ভিত্তি করেই এমনটা জানানো হচ্ছে। সংস্থার প্রেসিডেন্ট চিকিৎসক স্টিফেন হগের দাবি, তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গিয়েছে যে, তাদের তৈরি টিকা অনেক জটিল রোগের পাশাপাশি কোভিড-১৯ কেও ঠেকাতে সক্ষম। হগ আরও জানান, এ বছরের শেষে আমেরিকায় ২ কোটি টিকা সরবরাহের চিন্তাভাবনা চলছে। প্রসঙ্গত কিছুদিন আগেই ফাইজার-বায়োএনটেক দাবি করেছিল তাদের তৈরি টিকা ৯০ শতাংশ কার্যকরী। ৪৩ হাজার মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের পর পাওয়া ফলের ভিত্তিতে এই দাবি করেছিল সংস্থা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, মর্ডানার তৈরি টিকা চূড়ান্ত ভাবে কতটা কার্যকর হবে এবং প্রতিরোধ ক্ষমতা কত দিন ধরে রাখতে সক্ষম হয় এখন সেটাই দেখার বিষয়।

প্রসঙ্গত কয়েকদিন আগেই খুব শীঘ্রই তাদের তৈরি সম্ভাব্য করোনা টিকা বাজারে আসতে চলেছে বলে বিবৃতি জারি করে মডার্না। মোট ৩০ হাজার স্বেচ্ছাসেবককে নিয়ে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালায় তারা। এর মধ্যে ২৫ হাজার ৬৫০ জনের উপর তাদের তৈরি এমআরএনএ-১২৭৩ প্রতিষেধকের দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হয়। এই স্বেচ্ছাসেবকেদর মধ্যে ৩৭ শতাংশ বিভিন্ন গোষ্ঠীর মানুষ বলে জানা গিয়েছে। তাদের মধ্যে ৪২ শতাংশ আবার কোনও না কোনও গুরুতর অসুখে ভুগছেন। যুক্তি হিসেবে বলা হয়, জেনে বুঝেই কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদেরই ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়।উল্লেখ্য করোনাভাইরাসের দাপটে বিশ্বজুড়ে হাহাকার। রোজই সংক্রমণের দাপট বাড়ছে। এই প্রেক্ষাপটে ভ্যাকসিন তৈরিতে এমন সাফল্য আশার আলো জাগাল বলেই মনে করা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে কী বার্তা দিতে চাইছে ড্রাগনরা ? । এম ভারত নিউজ

26 শে অগস্ট চিন দক্ষিণ চিন সাগরের মূল ভূখণ্ড থেকে তার সবচেয়ে সক্ষম দুটি প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে ছিল। সূত্রের খবর, এই ক্ষেপণাস্ত্রগুলি পার্সেল দ্বীপপুঞ্জের নিকটে একটি চলমান জাহাজের লক্ষ্যবস্তুতে আঘাত করে। তবে ড্রাগনের দেশ কেন এই ঘটনা কেন এত দেরীতে দাবি করল তা স্পষ্ট নয়। চিনের দাবি, সামরিক মহড়ার […]

Subscribe US Now

error: Content Protected