ইয়াস বিধ্বস্ত তিন রাজ্যকে ১০০০ কোটির সাহায্য ঘোষণা মোদীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 14 Second

ইয়াস বিধ্বস্ত তিন রাজ্যকে ১০০০ কোটি টাকা সাহায্য ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। বুধবার বাংলা ও ওড়িশাকে তছনছ করে দিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। বিপুল ক্ষয়ক্ষতি হয় বাংলা ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে। আজ শুক্রবার আকাশপথে ইয়াস বিধ্বস্ত এলাকায় ক্ষয় ক্ষতির পরিমাণ সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। কলাইকুন্ডায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৫মিনিটের একটি বৈঠকও হয় তাঁর। এই অল্প সময়ের মধ্যেই বাংলার ক্ষয় ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার পরও মুখ্যমন্ত্রীর আশঙ্কা ছিল যে পশ্চিমবঙ্গে যতটা দরকার, তার থেকে অনেক কম সাহায্যই পাওয়া যাবে কেন্দ্রের তরফ থেকে। সত্যিই হল মুখ্যমন্ত্রীর আশঙ্কা। এদিন প্রধানমন্ত্রী দিল্লিতে ফিরে যাওয়ার পরই তাঁর দপ্তর থেকে ঘোষণা করা হয় ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত তিন রাজ্য বাংলা,ওড়িশা এবং ঝাড়খন্ডের জন্য একত্রে ১০০০ কোটি টাকা দেবে কেন্দ্র। যার মধ্যে অর্ধেক অর্থাৎ ৫০০ কোটি টাকা যাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওড়িশার সাহায্যার্থে। বাকি ৫০০ কোটি টাকা ভাগ হবে বাংলা এবং ঝাড়খন্ডের মধ্যে। এছাড়াও সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। এদিন কলাইকুন্ডার বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকরও। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর স্বল্প সময়ের বৈঠক নিয়ে তিনি কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনায় সরব হন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার মাত্র ৫০০ টাকাতেই হবে করোনা পরীক্ষা । এম ভারত নিউজ

এবার করোনা পরীক্ষা করা যাবে মাত্র ৫০০ টাকাতেই। রাজ্যে চলতে থাকা মহামারী পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এবার এই প্রায় অর্ধেক মূল্যে করোনা পরীক্ষা করার উদ্যোগ নিল বণিকসভা সিআইআই, ইয়ং ইন্ডিয়া ও ডনবসকো আলুমনি আস্যোসিয়েশন। কলকাতায় মোট ৮টি, ভাইজ্যাগে ১টি এবং শিলিগুড়িতে ১ টি করোনা পরীক্ষা কেন্দ্র চালু হল আজ, এমনটাই […]

Subscribe US Now

error: Content Protected