২০২৪ -এর লোকসভার দামামা যেন বেজে উঠেছে। ২০২৩ প্রায় শেষ হতে চলেছে আর পরের বছর লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে। আর তার আগে নিজেদের মাটি শক্ত করতে মরিয়া প্রত্যেক রাজনৈতিক দল। বিজেপির তরফেও রিতিমত চলছে জোরদার প্রস্তুতি। এর মধ্যেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রচারের মাঠে নামছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির আগামী ছ’দিনের কর্মসূচি থেকেই জানা যাচ্ছে ২০২৩ এর এই বিধানসভা নির্বাচনকে একপ্রকার টেস্ট ম্যাচের মতই দেখছে শাসক দল।
জানা যাচ্ছে, আগামী ৬ দিনে দেশের ৪ রাজ্যে ৮টি আলাদা আলাদা কর্মসূচিতে অংশ নেবেন মোদি। শনিবার থেকেই শুরু হচ্ছে দেশের চার ভোটমুখী রাজ্যে প্রধানমন্ত্রীর মেগা নির্বাচনী সফর। চলবে আগামী বুধবার পর্যন্ত। শনিবার ছত্তিশগড়ের বিলাসপুরে ‘পরিবর্তন যাত্রা’র পর কলেজ গ্রাউন্ডে ‘পরিবর্তন মহাসঙ্কল্প’ সভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। এরপর রবিবার তেলঙ্গানার মেহবুবনগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি হায়দরবাদে সভা করবেন তিনি। ২ অক্টোবর মোদির মধ্যপ্রদেশে যাওয়ার কথা রয়েছে। গোয়ালিয়রে একটি সভা করার পর তিনি যাবেন রাজস্থানে। সেদিনই চিতৌরগড়ে প্রচার কর্মসূচি আছে প্রধানমন্ত্রীর। প্রত্যেকটি জায়গাতেই আসন্ন বিধানসভা নির্বাচনে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে বিজেপিকে। আর সেই কারণেই এবার প্রচার-ময়দানে সশরীরে প্রধানমন্ত্রী।