
আজ সবরমতী আশ্রম থেকে ৭৫ তম আজাদী কা অমৃত মহোৎসবের পদযাত্রার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সবরমতী আশ্রম গুজরাটের আমেদাবাদে অবস্থিত। আজ সেখানেই ৭৫তম বার্ষিকী উপলক্ষে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মহোৎসব প্রধানত ভারতের স্বাধীনতা দিবসের বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত করা হয়ে থাকে ভারত সরকারের দ্বারা।
এই পদযাত্রা জন্য নির্ধারিত পথটি হল, আহমেদাবাদের সাবরমতী আশ্রম থেকে নওসরীর দান্দি পর্যন্ত ৮১ জন মার্চারের দ্বারা যাত্রা করা হবে পাশাপাশি মোট ২৪১ মাইল যাত্রা হবে, যা ২ এপ্রিল শেষ হবে। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে যে এই পদযাত্রা আগামী ২৫ দিন পর্যন্ত চলবে।

অনুষ্ঠানসূচী অনুসারে প্রথম ৭৫ কিলোমিটার যাত্রাপথে নেতৃত্ব দেবেন সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিংহ পাটেল। শুধু এই আজাদী কা অমৃত মহোৎসবের কারণেই নয়,পাশাপাশি গান্ধীজীর লবণ যাত্রা ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলে ,আজকের দিনটি বিশেষভাবে পালন করা হয়ে থাকে। আজকের অনুষ্ঠানে এসে, উদ্বোধন করার পাশাপাশি বহু ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নতুন কর্মসূচি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলিও আজ সারা দেশে কর্মসূচির আয়োজন করছে।