আজকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। এবারে ভোটগ্রহণের মাঝেই চতুর্থ ও পঞ্চম দফার নির্বাচনের প্রচারের উদ্দেশ্যে ফের বঙ্গে আসছেন বিজেপির প্রধান নেতা তথা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি।
এদিন কোচবিহার ও হাওড়াতে সভা করার কথা রয়েছে তার। সূত্রের খবর অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই কোচবিহারের সভায় হাজির হচ্ছেন মোদি। কোচবিহারের রাসমেলা গ্রাউন্ডে বেলা বারোটা থেকে সেখানকার দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। কোচবিহারের এই সভা সেরে তার হাওড়ায় আরেকটি সভা আছে। সেই সভাটি হাওড়া ডুমুরজলায় অনুষ্ঠিত হবে।
যদিও তৃতীয় দফা ভোটের দিন এই মোদির বঙ্গে প্রচারে আসাকে ভালো চোখে দেখছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে তারা। এখন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মোদি বা বিজেপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা, সেটাই দেখার।