আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী-মমতা সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে আজ বিকাল ৫টায় । এই জরুরী বৈঠক দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে হবে বলেই জানা গিয়েছে । আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে যে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর এলাকা বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি অবশ্য দিল্লি যাওয়ার আগেই সে কথা জানিয়ে দিয়েছিলেন। এছাড়াও, ২০২০-২১ আর্থিক বছরে জিএসটি বাবদ ২০০০ কোটি টাকা বাংলার প্রাপ্য । এর পাশাপাশি পাওনা রয়েছে ৩২ হাজার কোটি টাকা আমফান, ইয়াস ইত্যাদি মোকাবিলা বাবদ। এছাড়াও রাজ্যের বকেয়া রয়েছে আবাস যোজনা, সড়ক যোজনা, ন্যাশনাল হেলথ মিশন, জল জীবন মিশন-সহ একগুচ্ছ প্রকল্পের টাকা। সেই টাকা মেটানোর জন্যও মুখ্যমন্ত্রী আবেদন করতে পারেন প্রধানমন্ত্রীর কাছে।
প্রসঙ্গত, এই বছরই জুলাইয়ে দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেটাই ছিল রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তাঁর প্রথম দিল্লি সফর। সেবারও তিনি দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে । সব মিলিয়ে, আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।