আজ বিকেলেই বৈঠকে মোদী-মমতা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 8 Second

আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী-মমতা সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে আজ বিকাল ৫টায় । এই জরুরী বৈঠক দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে হবে বলেই জানা গিয়েছে । আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে যে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর এলাকা বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি অবশ্য দিল্লি যাওয়ার আগেই সে কথা জানিয়ে দিয়েছিলেন। এছাড়াও, ২০২০-২১ আর্থিক বছরে জিএসটি বাবদ ২০০০ কোটি টাকা বাংলার প্রাপ্য । এর পাশাপাশি পাওনা রয়েছে ৩২ হাজার কোটি টাকা আমফান, ইয়াস ইত্যাদি মোকাবিলা বাবদ। এছাড়াও রাজ্যের‌ বকেয়া রয়েছে আবাস যোজনা, সড়ক যোজনা, ন্যাশনাল হেলথ মিশন, জল জীবন মিশন-সহ একগুচ্ছ প্রকল্পের টাকা। সেই টাকা মেটানোর জন্যও মুখ্যমন্ত্রী আবেদন করতে পারেন প্রধানমন্ত্রীর কাছে।

প্রসঙ্গত, এই বছরই জুলাইয়ে দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেটাই ছিল রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তাঁর প্রথম দিল্লি সফর। সেবারও তিনি দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে । সব মিলিয়ে, আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'খেলা হবে' শ্লোগান ঘিরে বার্ণপুরে উত্তেজনা । এম ভারত নিউজ

‘খেলা হবে’ শ্লোগান ইতিমধ্যেই শাসক দলের দৌলতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার রাজ্য রাজনীতিতে। এবার সেই, খেলা হবে স্লোগানকে কেন্দ্র করে করেই তৈরী হলো বিক্ষোভ, বাড়লো উত্তেজনা। ঘটনাটি ঘটেছে আসানসোলের বার্নপুরে। জানা গিয়েছে যে, বার্নপুর বাসস্ট্যান্ডের সামনে বিজেপি নেতা দিলীপ ঘোষের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা। […]

Subscribe US Now

error: Content Protected