আজ ৭৩ তম সেনা দিবস । এই বিশেষ দিনে ভারতীয় সৈনিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । ভারতীয় সেনা ও তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করে সমগ্র দেশবাসীর পক্ষ থেকে তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন- আমাদের দেশের সীমান্তে যারা প্রাণের ঝুঁকি নিয়ে পরিবার পরিজন ভুলে দেশের মাটি রক্ষার্থে কাজ করে চলেছেন তাঁদের জন্যে তিনি গর্বিত । শক্তিশালী, সাহসী ও সংকল্পবদ্ধ সেনা আমাদের দেশেকে সর্বদা গর্বিত করেছে ৷ সারা দেশের সমস্ত নাগরিকের পক্ষ থেকে তিনি তাঁদের ধন্যবাদ এবং সম্মান জানান ।

অন্যদিকে সামরিক বাহিনীর অন্যতম প্রধান আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর বীর পুরুষ ও মহিলাদের অভিনন্দন জানিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের প্রতি চির কৃতজ্ঞ থাকার কথা বলেন । এছাড়াও তিনি বলেন- “আমরা সেই সাহসী বাহিনীকে স্মরণ করি যারা জাতির সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। সাহসী এবং প্রতিশ্রুতিবদ্ধ সৈনিক এবং তাঁদের পরিবারের প্রতি ভারত চিরকাল কৃতজ্ঞ থাকবে। জয় হিন্দ!’’

ভারতীয় সামরিক শক্তি তাকতবর হওয়ার পাশাপাশি বাড়ছে সৈনিকদের কাজ । একদিকে বহিরাগতদের আক্রমণ অন্যদিকে করোনা পরিস্থিতি ভুলে দেওয়ালের মত আমাদের দেশের চারপাশে দাঁড়িয়ে থাকা বহু সৈনিক । প্রধানমন্ত্রীকে দেশের সামরিক বাহিনীর সঙ্গে থাকতে দেখা গেছে শুরু থেকেই । যে কোন পরিস্থিতি মোকাবিলায় তিনি এগিয়ে গিয়ে কথা বলেছেন তাঁদের সঙ্গে । এবারেও দেশের দুই নায়কের তরফে লড়াকু নায়কদের উদ্দেশ্যে এই শ্রদ্ধা মনে রাখার মত ।
‘এম ভারত নিউজ’ দেশের সেই সমস্ত দেশ নায়ককে কুর্নিশ জানায় যাঁদের জন্যে আজ সাধারন মানুষ শান্তিতে ঘুমোতে পারেন । ভারতীয় সৈনিক এবং তাঁদের পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান ।