জবাবি ভাষণ মোদির, রাহুলকে নিশানা লোকসভায়। এম ভারত নিউজ

admin

লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই ‘INDIA’ জোটকে তুলোধোনা করতে

0 0
Read Time:2 Minute, 6 Second

লোকসভায় রাহুলকে তুলোধোনা মোদির। নয়া ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ফের খোঁচা বিরোধী দলকে। ‘NDA চুরি করে টিকে থাকার চেষ্টা করছেন। মা তো ছেড়ে কথা বলবে না তাই NDA-এর মধ্যে দুটো ‘I’ জুড়ে দিয়েছেন।’ এমনটাই বক্তব্য প্রধানমন্ত্রীর। উল্লেখ্য আগামী ১০ অগাস্ট অবধি বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা চলবে লোকসভায়। এই পরিপ্রেক্ষিতে মোদির বক্তব্যের দিকে মুখিয়ে ছিলেন সকলেই। আর আজ বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই ‘INDIA’ জোটকে তুলোধোনা করতে ছাড়েননি নরেন্দ্র মোদি। এমনকি পরোক্ষভাবে রাহুল গান্ধিকেও আক্রমণ করেন তিনি।

কি বলেছেন মোদি? তাঁর কথায়, “বিরোধী সাথীদের বলছি আপনারা যাঁর পিছনে চলছেন তাঁর তো এই দেশের সংস্কারই ঠিক মতো জানা নেই। কিন্তু, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাঁদের আমি চিনি। তাঁরা দেশকে ভালই জানেন, দেশের মেজাজ বোঝেন।” তিনি আরও বলেন, “মুখোশের আড়ালে থেকে শেষ পর্যন্ত যাঁরা ধোকা দেয় তাঁদের আসল রূপ সামনে এসেই যায়। যাঁর কেবল থাকার মধ্যে আছে একটা নাম। যে নামের উপর ভরসা করেই তিনি চলেছেন।” অন্যান্য বিরোধী দলকে ব্যবহার করছে কংগ্রেস? পক্ষপাতিত্ব করছে রাহুল গান্ধীর দল! যেখানে ‘INDIA’-র একটা ‘I’ বাকি ২৬টি দলের এবং একটা ‘I’ একটি দলের অহংকার? এই প্রশ্নই উঠে আসছে মোদীর আজকের বক্তব্যে। এরপর রাজনৈতিক প্রতিক্রিয়া কি হয় সেটাই দেখের অপেক্ষা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাড়ল সংঘাত! রাজ্যে আরও এক উপাচার্যকে সরানোর নির্দেশ। এম ভারত নিউজ

এ নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে

Subscribe US Now

error: Content Protected