৮ মাস আগে লিগ জিতেছিল দল। তবে করোনার কারণে ট্রফি পেতে বিলম্ব হচ্ছিল। রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে মোহনবাগান ক্লাবকে ট্রফি দিল ফেডারেশন। বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আই লিগের সিইও সুনন্দ ধরের উপস্থিতিতে আই লিগ ট্রফি তুলে দেওয়া হয়।

ট্রফি পেয়ে সমর্থকদের মনে উৎসাহের জোয়ার। দেখা গেল আবেগের সেই বিস্ফোরণ। আর এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন স্বপনসাধন বসু, সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তর মতো কর্তারা। ছিলেন প্রয়াত সচিব অঞ্জন মিত্রর কন্যা সোহিনী ও জামাতা কল্যাণ চৌবেও। ভার্চুয়ালে উপস্থিত ছিলেন আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা। গোয়া থেকে তিনি বলেন, “শারীরিকভাবে তিনি না থাকলেও মানসিকভাবে কলকাতাতেই রয়েছেন তিনি।”
ভার্চুয়ালে উপস্থিত ছিলেন অন্যান্য ফুটবলাররাও। ট্রফি ক্লাবে নিয়ে যাওয়ার জন্য আগে থেকেই তৈরি ছিল সবুজ-মেরুনে মোড়া সুসজ্জিত গাড়ি। সৃঞ্জয় বসু ট্রফি গাড়িতে রাখা মাত্রই সমর্থকদের চিৎকারে গর্জে ওঠে বাইপাস সংলগ্ন এলাকা। তারপর ট্রফি নিয়ে গাড়ি বেরিয়ে পড়ে পথে।