Read Time:1 Minute, 14 Second
আটলান্টিক মহাসাগরের নীচে ‘বুমেরাং ভূমিকম্প’ চিহ্নিত করলেন বিজ্ঞানীরা। সম্প্রতি নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী লন্ডনের সাউথ হ্যাম্পটন ইউনিভার্সিটি এবং ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীদের নেতৃত্বে একটি দল ২৯ শে আগস্ট, ২০১৬ সালে এমন একটি বুমেরাং ভূমিকম্পের মাত্রা সফল ভাবে রেকর্ড করেছিলেন ।

বিজ্ঞানী্রা বলছেন, এই ধরনের ভূমিকম্পে যে গতিতে তরঙ্গ আসে, তার থেকে অধিক দ্রুত গতিতে তরঙ্গ উৎসমুখে ফেরে যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে বিশাল । যদি মাটিতে একই ধরণের ভূমিকম্প ঘটে, তবে এরফলে ভূপৃষ্ঠ মারাত্মক ভাবে কেঁপে উঠবে এবং ক্ষতিও হবে অনেক বেশি। তবে, এই বুমেরাং ভূমিকম্পের জন্যই ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করা যেতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা ।
