বেঁচে আছেন মোল্লা আবদুল গনি বরাদর!প্রকাশিত হল ছবি। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 6 Second

বেঁচে আছেন মোল্লা আবদুল গনি। কিছুদিন আগেই তার মৃত্যুর খবরে উত্তাল হয়েছিল নেট দুনিয়া। আর তারই প্রমাণ দিতে একের পর এক নজির সামনে নিয়ে আসছে তালিবানরা । এরইমধ্যে মোল্লা আবদুল গনির অডিও বার্তা প্রকাশ করেছিল তালিবানরা। আর এবার পাকাপোক্ত প্রমাণ সামনে নিয়ে এল জেহাদী এই জঙ্গিগোষ্ঠী। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বরাদরের সাক্ষাৎকারের একটি ছবি। জানানো হয় সুস্থ আছেন তিনি। আফগানিস্তানের সরকারি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি । আর সেই ছবি প্রকাশ করা হল তালিবানদের তরফে। তালিবান অন্যতম শীর্ষ নেতা নেতা আবদুল্লা মুত্তাকি টুইট করে লিখেছেন ‘অতি শীঘ্রই বরাদরের সেই সাক্ষাৎকার প্রকাশ করা হবে।’

গত ১৫ আগস্ট আফগানিস্তান দখল করেছে তালেবানরা। তবে তারপরে সরকার গঠন করতে পারেনি তারা। পেন্টাগনের নির্দেশ অনুসারে ৩১ আগস্টের পর সরকার গঠনের কাজে হাত দেয় তালিবানরা। সেখানেই উপপ্রধানমন্ত্রী হিসেবে নাম দেওয়া হয় মোল্লা আবদুল গনি বরাদরের। তবে তার পর থেকেই খোঁজ পাওয়া যায়নি তার । ছড়িয়ে পড়ে তার নিরুদ্দেশের খবর, এমনকি কেউ কেউ বলেন মৃত্যু হয়েছে তার । পরবর্তীতে জল্পনা দূর করতেই অডিও বার্তার মাধ্যমে নিজের সুস্থ থাকার খবর জানান তিনি । আর সেই অডিওবার্তার সত্যতার প্রমাণ দিতেই তার ছবি প্রকাশ করা হল তালিবানদের তরফে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উৎসবের মরশুমে রাজ্যে স্ফুটনিক লাইট। এম ভারত নিউজ

পুজোর আগেই শিয়রে সমন। ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এই পুজোর আগেই রাজ্যে মিলতে পারে নতুন ভ্যাকসিনের ডোজ,নাম স্ফুটনিক লাইট। সম্প্রতি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে এই সুসংবাদ দেওয়া হয়েছে। জানা গেছে কলকাতায় পরীক্ষামূলক ভাবে এই ভ্যাকসিনের শেষ ধাপের ট্রায়াল চালু হচ্ছে। কলকাতার রুবি জেনারেল হাসপাতাল ও […]

Subscribe US Now

error: Content Protected