সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। প্রথা অনুযায়ী সংসদের যে কোনও অধিবেশনের আগে সর্বদল বৈঠক হয়ে থাকে। তবে এবছর করোনা আবহে তা হচ্ছে না। একথা জানিয়ে দেওয়া হয়েছে সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশির তরফে। করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার সংসদের বাদল অধিবেশনও পিছিয়ে গিয়েছে। কমেছে অধিবেশনের মেয়াদও। পাশাপাশি সংক্রমণ রুখতে নানা বিধিনিষেধ জারি হয়েছে সংসদ ভবনে। সুষ্ঠু ভাবে সংসদ চালাতে প্রতিবারই অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক করেন স্পিকার। সরকার ও বিরোধী শিবিরের মধ্যে একটি কার্যকরী বোঝাপড়া গড়ে তোলাই এর উদ্দেশ্য। কিন্তু এবার তা সম্ভব হচ্ছে না। সংসদীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২৩টি বিল এবার বাদল অধিবেশনে পেশ করার জন্য তালিকাভুক্ত হয়েছে। তার মধ্যে ১৭টি বিল পাশ করানোর জন্য রাখা হয়েছে।

বাদল অধিবেশনের সময় যে সব সাংবাদিক এবং সংবাদমাধ্যম কর্মী সংসদ ভবন চত্বরে হাজির থাকবেন, ইতিমধ্যেই তাঁদের কোভিড টেস্ট করানো হয়েছে। তবে সেন্ট্রাল হলে সাংবাদিক ও সংবাদমাধ্যম কর্মীদের প্রবেশ নিষিদ্ধ। সংক্রমণ এড়াতে গোটা অধিবেশনে কাগজের ব্যবহার কমাতে সক্রিয় সংসদ সচিবালয়। এই উদ্দেশ্য বেশির ভাগ নথিই ডিজিটাল মাধ্যমে রাখা হচ্ছে। সাংসদদের কাছে সমস্ত সংসদীয় নথি পাঠানো হবে অনলাইনে। সাংসদেরা ভবনের দু’টি কক্ষেই ছড়িয়ে-ছিটিয়ে বসবেন। আলাদা আলাদা সময়ে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন হবে। বাদল অধিবেশনের প্রথম দিন লোকসভার অধিবেশন হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা। অন্য দিনগুলিতে বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা। রাজ্যসভার অধিবেশন প্রথম দিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা এবং পরবর্তী দিনগুলিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসবে।